দেখেছি মুক্তিযুদ্ধের বিভা ষোলই ডিসেম্বর!
বাংলা মায়ের সবুজ আঁচলে প্রভাতের ভাস্কর
নির্ভয়ে উঠে আলোকিত করে সমূহ বাংলাদেশ;
বিজিত শত্রু নতমাথা হয়ে করছে হা-পিত্যেশ।
বিজয়ী বাঙালি পথে-প্রান্তরে প্রাণ খুলে ধরে গান,
প্রাণের বেদনা, বিরহ-যাতনা হয়ে গেছে অবসান।
ঝর্ণার তালে কলকল করে ঘর ছেড়ে আসে সবে,
শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মেতে উঠে উৎসবে।
ভুলে গিয়ে শোক, শহীদের কথা হয়েছে সমুজ্জ্বল,
অশ্রুসজলে আনন্দধারা বয়ে চলে অবিরল।
দামাল ছেলেরা ফাঁকা গুলি ছোঁড়ে বিজয়ের উল্লাসে,
বন-লতা-পাতা, পশু-পাখি-নদী হেসে উঠে উচ্ছ্বাসে।
রবীন্দ্রনাথ-নজরুল গেয়ে যায় জাগরণী গান,
শুনি তার মাঝে বারবার বাজে- 'জয় বাংলা' শ্লোগান।
শোষিতের বুকে স্পন্দন জাগে মুক্তির আস্বাদে,
সাধারণজনে হরষিত মনে আটখানা আহ্লাদে।
তবুও, হৃদয়ে বেদনার সুর মুজিবুর নেই আজ,
সাড়ে সাত কোটি বীর বাঙালির রাখালের মহারাজ।
আঁধার তাড়িয়ে সূর্য এনেছে যাহারা একাত্তরে,
চির অম্লান তারা; শ্রদ্ধায় জেগে রবে অন্তরে।

১৬/১২/২০২৩
ঢাকা।