(মহান ১৯৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ লেখা)
জ্যোতিষ্মান মানুষেরা বারবার ফিরে আসে পৃথিবীতে 'পর,
অস্তিত্বের প্রশ্নে তাঁরা স্বপ্ন বোনে মানুষের মনে;
শত দলিত জাতির স্বপ্নময় বিবেকের দৃপ্ত কণ্ঠস্বর
হয়ে, শর্তহীনভাবে কর্ম করে নিরন্তর প্রকাশ্যে গোপনে।
আশাবাদী চেতনার পথে তাঁরা প্রদীপ্তের আলোকসঞ্চারী.
প্রবল প্রতাপ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়;
প্রথাগত রাজনীতি-ধর্মতত্ত্ব সবকিছু অবহেলা করি',
সৃজনশীলতা বুকে নিয়ে ভয়হীন মনে শাণিত মেধায় লড়ে যায়।
নির্বাসিত সুবচন তুলে আনে বিস্তৃত প্রাঙ্গনে;
অতঃপর, ঝরে যায় অবহেলা-অবিচারে হেমলক পিয়ে;
অন্ধকার যাত্রাপথে তাঁরা দিশারী-পাঞ্জেরী, আমাদের মনে
ফিরে আসে সকল অসম রণাঙ্গনে আলোকবর্তিকা নিয়ে।
এই পৃথিবীর বুকে সেইসব মানুষেরা আরেক অনন্য সক্রেটিস!
তেজদীপ্ত সত্যে লড়ে যায়; নবপ্রজন্মের মানুষেরা জানায় কুর্ণিশ।
১৪/১২/২০২৩
ঢাকা।