করবে সেবা জনগণের এই ওয়াদা করে;
ব্যবসা ছেড়ে, চাকরী ছেড়ে নির্বাচনে লড়ে।
পাশ হলে সে ভোটে,
প্রতিশ্রুতির বাণী সকল রয় না স্মরণ মোটে।
সেলিব্রেটি খেলোয়ার ও খেমটা নাচের কন্যে;
রাজনীতিতে আসছে এখন হয়ে ভীষণ হন্যে।
ভাবছে জনগণ,
রক্ত দিয়ে কেনা এ দেশ, একি তার অর্জন?
লুটেপুটে খাওয়ার তরে ব্যস্ত তারা রয়;
ধন-সম্পদ নিতুই বাড়ায়, মস্ত ধনী হয়।
আমজনতা যত,
দিনকে দিন নিঃস্ব হয়ে ভাবছে অবিরত।
রাজনীতি এক ব্যবসা এখন সকল ধরিবাজের;
জনগণের কথা বলে আখের গুছায় নিজের।
এই কোন রাজনীতি?
সুযোগ পেয়েই মন্ত্রী-এমপি করছে যে দুর্নীতি!
১৩/১২/২০২৩
ঢাকা।