কতোদিন হলো গভীর গহন জলে
পানকৌড়ির মতোন ডুব দিয়ে, আমি
গোসল করিনি। বৃষ্টিভেজা মেঠো পথে
সতর্ক পা টিপে টিপে বাড়িতে পৌছিনি।
ঝিল্লিমূখর সন্ধ্যায় পুকুরের নীরে
খেলা করা তেলাপিয়া, খলসে, পুঁটির
নাচনা দেখেনি বহুকাল। গুল্মলতা,
সবুজ ঝোপের পাশে ঝিকিমিকি জ্বলা
জোনাকির স্নিগ্ধ শোভন আলোর রূপ,
দেখা হয়নি আমার কতোদিন হলো!
প্রচণ্ড গরমে রাতে ঘুম ভেঙে গেলে,
আকাশের নিচে বসে শীতল বাতাস
গায়ে মেখে শিহরণ অনুভব করা,
সুযোগ হয়নি কতোদিন হয়ে গেলো।

এই শহর জীবনে কখনো হবে না;
তাই বুঝি এই মন ফিরে যেতে চায়
সবুজের আঙিনায়, মাতৃছায়া তলে;
একটু প্রশান্তি, একটু স্বস্তির তরে।
রৌদ্রতপ্ত নীলিমায় উদাসিনী মেঘ
দল বেঁধে উড়ে যায়; উত্তর-দক্ষিণে,
পূর্ব-পশ্চিমে; নামে না তারা বৃষ্টি হয়ে,
পৃথিবীকে স্বস্তি দিতে শীতল ছোঁয়ায়।
দিগন্ত রেখা দেখি না কতোদিন হলো?
গ্রামের ওপাশে নীল আকাশ নেমেছে,
ছুঁয়েছে মাটির রেখা পরম যতনে;
সেই সব গ্রামগুলো ডেকে যায়, ''আয়,
আয়, ফিরে আয় পেলব কোমল কোলে;
নিকষ প্রেমের প্রকৃতির আঙিনায়''।

২৮/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।