আমার কিশোর কাল, কী দুর্বার ঘটনাবহুল!
অবারিত স্বপ্নময়, সুসংহত, মানবিক প্রেম
নদীর বানের মতো জেগেছিলো। নাই যার তুল
মৃত্তিকার পৃথিবীর ইতিহাসে; এই জানিলেম।
সংকটময় মার্চের মধ্যরাতে তারবার্তা আসে
অলৌকিক ব্যক্তিত্বের, এ বাংলায়; স্থির হয়ে যায়
জলবতী স্রোতস্বিনী। মানুষের প্রবল বিশ্বাসে
বীজ বোনে সুখস্বপ্ন; খুঁজে ফেরে মুক্তির উপায়।

আমার লাঠিম-ঘুড়ি, মার্বেল, খেলার মুক্ত মাঠ
সহসা হারিয়ে গেলো; পেলাম থ্রি-নট-থ্রি রাইফেল।
নতুন খেলায় মাতি এই জীবনের চারুপাঠ
ভেবে; আমি হয়ে যাই চিরন্তন-দুরন্ত, উদ্বেল।
অতঃপর, সবুজের বুকে আঁকি রক্তের গোলাপ-
স্বাধীনতা! ঘুচে যায় জীবনের আজন্মের পাপ।

১২/১২/২০২৩
ঢাকা।