উজ্জল চোখ দিয়ে  
তোমাকে দেখেছি শৈশবকালে স্বর্গীয় চিন্তায়।
অভিনব দেবদূতী!
আত্মাকে তুমি পরিশুদ্ধের নিটোল লক্ষ্যপথে
নিয়ে গেছো প্রেম আর ভালোবাসা দিয়ে।
তোমার চুলের সোনালী মেঘের রূপ
বিমোহিত করে দিতো;
গুপ্তচরের মতো
আবডালে থেকে দেখি গেছি বহুকাল।
তবুও, তিয়াস মেটেনি আমার কভু।

জলে কিছু ছায়া ফেলে অনন্তকাল,
সকালে কিংবা সন্ধ্যার প্রাক্কালে;
যার ছবি চিরদিন গেঁথে রয় মনে।

২৯/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।