তুমি আছো, আমি তাই বহমান নদী,
কোমল পরশ পেতে হই বেপরোয়া;
সুউচ্চ পর্বত ভেঙে, ছুটি নিরবধি,
পেতে অবিরাম মোলায়েম সুখ-ছোঁয়া।
তোমার নয়নে দেখি আকাশের চাঁদ,
পূর্ণিমার জোছনায় ঝলমল করে;
সেই আলোর পরশে ঘুচে অবসাদ,
অনাবিল সুখ আনে দুখীর অন্তরে।
স্বপ্নের বালিকা তুমি! সামনে দাঁড়াও,
পূজার নৈবদ্য দেবো চরণে তোমার;
মমতায়, করুণায় হাতটি বাড়াও,
পরশনে ঘুচে যাক সকল আঁধার।
বেপরোয়া এ জীবন তোমার সঙ্গেতে
চলে যাবে বহুদূর হরষে, রঙ্গেতে।
০৮/১২/২০২৩
ঢাকা।