দানব-হাতে গাঁজার মানব হচ্ছে হত্যা নিত্য,
পত্রিকাতে শুনছি খবর কেঁদে ওঠে চিত্ত।
নির্মমতায় মারছে তারা নারী-শিশু-বৃদ্ধ,
মানছে না যে যুদ্ধনীতি, হিংস্র তারা, ক্রুব্ধ।
মানবতার ফেরিওয়ালা বিশ্ব-মোড়ল যারা!
মুখোশ পরে জোটে বেঁধেছে, হত্যাকারী তারা।
বিশ্ব বিবেক বলছে যখন থামাও মৃত্যু-খেলা;
মত্তেরা সব হত্যাকারী করছে অবহেলা।
ফিলিস্তিনের বুকের মাঝে রক্ত-নদী বহে,
বিশ্ব-মানব মুখ ফিরিয়ে কেমন করে রহে?
গাজার বুকে আয় নেমে আয় সত্যের কালকেতু,
দানব-চক্র করো ধ্বংস মানব রক্ষা হেতু।
সত্য এবং মিথ্যা এলে পরস্পর সংঘাতে,
সকল মিথ্যা ধ্বংস হবেই কালের করাল হাতে।
২৯/১১/২০২৩
ঢাকা।