নারী নেই, কান্না নেই পৃথিবীর বুকে;
জেনে গেছে পুরুষেরা। রমনী বিহনে
সুখে ছিলো আদিপিতা সেই স্বর্গলোকে;
কান্না করিবার লাগি' এলো যে ভুবনে।
হাজার বছর পরে পেলো তাঁর দেখা
কোন এক সূর্যোদয়ে, পাহাড়িয়া দেশে;
সেই থেকে দুঃখ-কথা ক্রমে হচ্ছে লেখা,
বেদনারা জোটবদ্ধ হলো অবশেষে।
অতঃপর, কান্না এসে করে যায় গ্রাস!
অঝর বৃষ্টির জলে ভিজে অবিরাম।
তৃপ্তিহারা জীবনের আনন্দ-বিলাস
সুদূরে লুকালো মুখ; এই জানিলাম।
অনন্তের পারাবারে দেখেছি সতত,
নারীর কারণে নর কাঁদে অবিরত।
২৫/১১/২০২৩
ঢাকা।