আমাদের ক্ষুদ্র জন্মকাল
দুঃখের নিকষ অন্ধকারে
তৃপ্তিহারা, হাবুডুবু খায়;
চৈতন্যের গহীন অরণ্যে
সন্ধ্যার সূর্যের দীর্ঘশ্বাসে
অজানার আড়ালে হারায়।
দিগন্তের লালিমায় মিশে
আনন্দকে লণ্ডভণ্ড ছিঁড়ে
আড়ালে বাজাই জয়ডঙ্কা;
মসৃণ দেহের স্পর্শ নিয়ে
সন্ধ্যের আকাশে উড়ে যাই;
পাথর হৃদয়ে জাগে শঙ্কা।
অসংখ্য প্রতিশ্রুতির মাঝে
সোনার সুতোয় বেঁধে রাখি
জীবনের মোহনীয় গান;
সমুদ্রের শিহরণ জাগে
অস্পষ্ট স্মৃতির রুক্ষ্মদিনে;
কেঁদে ওঠে পাথরের প্রাণ।
আমাদের জন্মকাল কাঁদে
পৃথিবীময় ঘোষণা করে
অলৌকিক আলোর আকাশে-
'দূর হয়ে যাও বিষন্নতা
নেমে এসো সুখ-শান্তি-স্বস্তি,
জীবনের নিঃশ্বাসে-প্রশ্বাসে'।
২১/১১/২০২৩
ঢাকা।