ফুলেল গালিচা নয়; কণ্টকাকীর্ণ সড়কে
মিলেমিশে হবে একসাথে পথচলা;
ফুল-বাগিচায় নয়; জিহাদ-যুদ্ধের মাঠে
পরস্পরে হবে প্রণয়ের কথা বলা।
এ শপথ বুকে ধরে ফিলিস্তিনের যুবতী!
ঘর ছেড়ে বের হও দুরন্ত প্রতাপে;
বিজয়ের সূর্য উঠে আলোকিত করে দেবে
মুক্ত ফিলিস্তিন; অসুরেরা র'বে চাপে।
যেখানে পুরুষ-নারী সঙ্গবদ্ধ, দৃঢ়মনে
আলোর উদ্দেশে ছোটে দিগন্ত রেখায়;
সম্মৃদ্ধির পাটাতনে প্রণয়ের হাসি খেলে-
সুখ-শান্তি ও স্বস্তির, মুক্তির ছায়ায়।
দৃপ্তমনে বের হও- মাতা-ভগ্নি-কন্যা-জায়া!
অসম যুদ্ধের মাঠে ইস্পাত-মননে;
অসুরের শক্তিবল যতোই হোক প্রবল,
নিশ্চয়ই ধ্বংস হবে; জেনে রেখো মনে।
খাওলা বিনতে আজওয়ার প্রতিঘরে জন্ম হলে
মুক্ত হবে জুন্দ ফিলিস্তিন পুনর্বার;
বিরত্ব-গাঁথায় রবে অমর যোদ্ধার মতো;
ভেঙ্গে দিয়ে অসুরের বল-অহংকার।

২১/১১/২০২৩
ঢাকা।