কোন স্বপ্ন এখন দেখি না;
চৈতণ্যের স্বপ্নেরা ধূসর,
অবমাননাকর, ভয়াল,
নিকষিত কালো, অসুন্দর।

স্বপ্ন চলে হামাগুড়ি দিয়ে,
ঘুম যায় কণ্টক শয্যায়;
আশাহত জীবনের খাদে
পড়ে নির্জনে সে কাতরায়।

জীবনের প্রাপ্তি তৃপ্তিহারা,
মৃত নক্ষত্রের ন্যায় ঝরে;
বেঁচে আছি বর্তমান নিয়ে-
মৌণ, রিক্ত পৃথিবীর 'পরে।

আকাশে মেঘের ঘনঘটা,
এক রহস্যময় আঁধার
খেলা করে মানুষ-জীবনে;
সহসা নামবে চারিধার।

০৬/১১/২০২৩
ঢাকা।