মুগ্ধ হয়ে রই যে চেয়ে তোমার পানে, হে প্রিয়তি!
তোমার মাঝে মন বিরাজে আসলে বুকে কিবা ক্ষতি?
চপল পায়ে, বুক ফুলিয়ে,
এসো এবার প্রাণ দুলিয়ে;
মরম ব্যথা দুখের কথা বলি সকল মতিগতি।
মুগ্ধ হয়ে রই যে চেয়ে তোমার পানে, হে প্রিয়তি!
অন্ধকারে বন্দী আমি,
খুঁজি তোমায় দিবস-যামী;
আলোর নেশা পেলো আমার পূরণ করো, বিধুমতি।
মুগ্ধ হয়ে রই যে চেয়ে তোমার পানে, হে প্রিয়তি!
দুর আকাশে তারার সনে,
কী কথা কও সঙ্গোপনে?
ভেঙ্গে দিয়ে ভাণ্ড রসের, ঢালো এবার, রসবতী।
মুগ্ধ হয়ে রই যে চেয়ে তোমার পানে, হে প্রিয়তি!
০৫/১০/২০২৩
ঢাকা।