নিম্নচাপের তুমুল বৃষ্টি ঝরে,
এ হেমন্তের হলুদাভ ধানক্ষেতে;
আহত বাতাসে শিষগুলো নুয়ে পড়ে,
করুণ কান্না কৃষকের হৃদয়েতে।

বৃষ্টিপাগল কিশোরের বুকে জাগে
ভয় জাগানোর শঙ্কিত ভালবাসা;
দুহাত তুলে সে প্রখর রৌদ্র মাগে
প্রকৃতির কাছে, করে সহজাত আশা।

স্তব্ধ আঁধারে তোমার মূরতি ভাসে,
মোহিত হতাম বিসারিত চোখে দেখে;
সহসা আঁকিলে হৃদয়ের ক্যানভাসে
বিরহের ছবি, দুঃখ-বেদনা মেখে।

তোমার মোহিনী নয়নে খেলে না আজ
আনন্দধারা, খুশির স্বপ্নরাশি;
উষা-আকাশের আলোকের কারুকাজ
সাবলীলভাবে ওঠে না যে উদ্ভাসি।

শত যাতনার নিম্নচাপের চাপে,
অঝোরে ঝরছে অশ্রুজলের ধারা;
ভালোবাসাহীন বিরহের অনুতাপে,
মৃত্যুর আগে পরাণ গিয়েছে মারা।

১৭/১১/২০২৩
ঢাকা।