পিরিত কতো মধুময় হয়
বুঝলে না মন তুমি, হায়!
কে যে কখন কাহার মাঝে
নিমেষে হারিয়ে যায়।
সবাই বলে প্রেম-পিরিতি
জানে না কেউ পিরিত-রীতি
বুঝতে হলে প্রেমের গতি
মজো রে মন প্রেম-লীলায়।
লাইলি-প্রেমে কায়েস মজনু
ঘুরে পাগল বিশ্বময়,
চণ্ডিদাসে-রজকিনী
প্রেম করিয়া নিঃস্ব হয়।
কেউবা প্রেমে মন মজাইয়া
বন-জঙ্গলে যায় ঘুরিয়া
মনসুর হাল্লাজ ফানা হইয়া
নিজেই খোদা বনে যায়।
২৬/১০/২০২৩
ঢাকা।