'নক' করেছি তোমার দ্বারে,
          'লক' করে তা রেখেছো;
ঝড়-তুফানে ভিজছি নিতুই
তুমি কি তা' খিড়কি দিয়ে দেখেছো?

আকাশ ভেঙে বৃষ্টি-ধারা
          ঝমঝমিয়ে ঝরছে রে,
ঝিলিক মেরে বজ্রগুলো
গুরুম-গারুম আগে-পিছে পড়ছে রে।

তাকিয়ে দেখি তুমিও নাই,
          খিড়কি তোমার বন্ধ গো,
ঝড়ের মাঝে একলা বসে
কাঁপছি ভয়ে, কপাল এমন মন্দ গো!

'নক' করেছি 'শক' খেয়েছি
          'লক' করে আর রেখো না;
হাস্যমুখে নয়ন মেলে,
হে প্রিয়তি! দরজা খুলে দেখো না।

২৬/১০/২০২৩
ঢাকা।