পাথরে    ফোটালে ফুল!
কে তুমি   সোনার মেয়ে?
দেখিতে   ও রূপ বাহার;
প্রতিদিন   থাকি চেয়ে।

মানবিক   প্রেমের ধারা
করেছে    আকুলপারা;
আকাশে   লক্ষ তারা
নিশিথে   যায় যে বেয়ে।

প্রিয়তি      এলে তুমি,
ধরা হয়     স্বর্গভূমি;
ভেঙে সব   গোয়ার্তমি
এসো হে    আছি চেয়ে।

চপল         পায়ে এসে,
ধরো হাত   ভালোবেসে;
ধরণী        উঠবে হেসে,
সুখেরা      আসবে ধেয়ে।

২৬/১০/২০২৩
ঢাকা।