দুজন বসেছিলাম জানালার পাশে,
আকাশের দিকে মুখ; স্রোতের মতন
সময়ের ঘড়ি ছোটে; তুমুল বিশ্বাসে
হাত ধরে পরস্পরে দীর্ঘ-দীর্ঘক্ষণ।
আমার দারিদ্র এসে কড়া নেয়ে যায়-
যেন সে উজ্জ্বলতর ভোরের তপন!
অনিবার্যভাবে তুমি চলে গেলে, হায়!
সৌভাগ্যবশতঃ আমি নির্জীব এখন।

বলো, কিভাবে দেখাবো জগত-সংসারে,
অর্থের চেয়েও দামী বহুকিছু আছে;
সুখের সঙ্গীত বাজে বীণার ঝংকারে,
পরস্পরে রয় যদি মিলমিশে কাছে।
সোনার পালঙ্ক-খাট অর্থহীন সব,
নিঃসঙ্গ জীবনে শুধু দুঃখের উৎসব।

১২/১০/২০২৩
ঢাকা।