বোধনির্মিত চেতনা কখনো হয় না আমাদের;
কামনার স্তুতিবাক্যে গোপন বাসনা লিখে যাই।
অন্তর্লীনে বসবাস রাশিরাশি পাপ; সমাজের
মাঝে সৃষ্টি করে তারা অজস্র ফ্যাসাদ-দ্বন্দ্ব তাই।
সাধুর ভঙ্গিতে শুধু কথা বলি- প্রকাশ্যে, গোপনে,
এখানে সেখানে সদা। সাধুদের চরিত্র অর্জন
করিবার জন্য কভু সাধনা হয় না এ জীবনে;
শুদ্ধতার চেতনায় পাপকর্ম করি না বর্জন।

অহমিকার দৌরাত্ম্য প্রতিদিন ক্রমে বেড়ে যায়;
সম্পদ-অর্থের মোহ বিষাক্ত সাপের মতো এসে
চুপিচুপি আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখিছে নিত্য; হায়!
সব কিছু ভুলে গিয়ে আমরা চলেছি হেসে হেসে।
পৃথিবীর জীবনের মোক্ষ পথ ভুলে ছুটে চলি
অজানার বক্র পথে; পরিশেষে দেখি- অন্ধগলি।

০৪/১১/২০২৩
ঢাকা।