যেই পাহাড় সড়ানো যাবে না কখনো,
যেই আগুন কখনো যাবে না নিভানো,
যে অন্যায়ের যুদ্ধ কুচক্রির শানানো,
তা-ই নিয়ে বাড়াবাড়ি মিছে করো কেন?
যেখানে অন্যায় প্রতিকারহীন আর সাহসীরা পরাভূত!
সেইসব নিয়ে কেন মিছেমিছি হ'তেছো উদ্যত?

হয় তুমি বেঁচে থাকো ভবে, চাটুকার কায়দায়;
না হয় পালিয়ে যাও দূরে, সুবোধের ভঙ্গিমায়।
চারিদিকে নিত্য চলে দুর্নীতি; বাস্তব সুকঠিন;
মধ্যবিত্ত পঙ্গু আজ, দিনে দিনে বাড়ে তার ঋণ।
রাজনীতি-সরকার, তার জবাবের নেই ধারা;
জনগণ মৃতপ্রায় প্রতিদিন হয়ে যায় সারা।

যে যুদ্ধের ময়দানে ভণ্ডেরা ধর্মকে টেনে এনে
প্রতিরোধী জনতার সাহসী দৃষ্টিকে নেয় টেনে।
যেইখানে সরকার-বিরোধীদলের ক্ষমতার ঝগড়ায়,
দীনহীন অসহায় ক্ষুধা-পিপাসায় কাতরায়।
যেই কালে মহামানবের দিন চলে গেছে দূরে, বহুদূর;
চাঁদাবাজ সন্ত্রাসীরা, অর্থ পাচারিরা গান গায় সুমধুর।
সেই কালে মিছেমিছি করো না আর হায়-হুতাশ!
কালের প্রভাবে হবে তোমার নিশ্চিত সর্বনাশ।

এই লুটপাটে রাজনীতি বহুদিন যদি রয়,
উন্নয়ন মিছে হবে, এই কথা জানিও নিশ্চয়।
ভীতিকর সময়ের সন্তান আমরা যে,
দেয়ালে ঠেকলে পিঠ ছুটে আসবোই কামড়াতে।

০৩/১১/২০২৩
ঢাকা।