ছন্দ জানে না, অথবা মানে না; যে সকল কবি,
অনলাইনে ও ফেসবুকে এসে কবিতা লিখেন সকাল-বিকাল;
আর যারা দেখে খ্যাতনামা সব পোর্টালে এসে;
পড়ে, বা না-পড়ে মন্তব্যেতে মতামত দেয়-
'চমৎকার'!
সোচ্চার স্বরে বলে যায় কবি, সেসব কবিরা
নিয়মিতভাবে কাব্যের নামে কবিতাকে করে-
বলৎকার।
স্ব-নামে ধন্য বিখ্যাত সব কবিদের মাঝে,
পরিচয়হীন অখ্যাত এক কবিতা-লেখক আমি!
একখানি ডিম ভাজতে ভাজতে লেখার কবিতাগুলো,
বড়ো বেদনায় চুপচাপ থেকে পড়ি আর হাসি,
আর ভাবি দিবাযামী-
হায়! কবিতার এতো দুর্ভোগ! কবে শেষ হবে?
সাধারণজন কবিতার মাঝে, আবার কবে যে বুঁদ হয়ে রবে?
ভাবি অনুক্ষণ; করছি না ভাই একটু মিথ্যাচার।
আর কতোদিন পরে দেখা যাবে বাংলা কাব্যে
সুস্থ কবিতা এবং শিষ্ট কবির শিষ্টাচার?
০৪/০৯/২০২৩
ঢাকা।