রূপবতী বুড়িগঙ্গা আজ মরা নদী,
চলৎশক্তিহীন জলে নেই কোন স্রোত।
দুর্গন্ধময় বাতাস বহে নিরবধি,
চারিদিকে আবর্জনা; বলো, কী অদ্ভুত!
জলবতী স্রোতস্বিনী বহে নাতো আর;
গোসল করে না শিশু, পুরুষ ও নারী।
এখন হয় না সেই আনন্দের নৌ-বিহার;
মৃত্যু-শোকে মুহ্যমান করে আহাজারি।
একদিন টলটলে জল ছিলো বুকে;
মাছরাঙা, পানকৌড়ি, পাখির কাকলি।
ডলফিন-ঘড়িয়াল-কচ্ছপ-শুশুকে
খেলা করে যেতো কতো! অতীত সকলি।
এ শ্রীভ্রষ্ট বুড়িগঙ্গা করছে চিৎকার-
'করো সঠিক বিচার আমার হত্যার'।
১১/০৯/২০২৩
ঢাকা।