ধ্বংসের সাগর থেকে শৈল্পিক ভাবনা
জেগে উঠে নিরন্তর মানুষের মনে;
এই কথা বলে গেছে সর্ব জ্ঞানীজনে।
শিল্পের ললিত শিখা ক্ষমতার জলে
যায় না নিভিয়ে দেয়া মাটির ভূধরে,
ঢেকে রাখা যায় নাকো বিস্মৃতি-চাদরে।
ছাই থেকে জেগে ওঠে শিল্পের ফিনিক্স!
যতবার মৃত্যু হয়, ততবার জাগে;
মানুষের ভালোবাসা-প্রেম-অনুরাগে।
কবি! শৈল্পিক চেতনা জাগাও মননে,
ভেঙ্গে ফেলো নিয়মের সকল শিকল;
লিখে যাও সত্য বাণী নিত্য অনর্গল।
স্মৃতির জমিনে রবে মহাজন হয়ে,
শোষিতের আলোড়িত কোমল হৃদয়ে।
২৭/০৫/২০২৩
শাহবাগ, ঢাকা।
বাংলা কবিতা স্মারক