কোরআন হলো আল্লার বাণী
বলছে সকল গুণী-জ্ঞানী
মুখে সবাই কোরআন মানে
অন্তরে কেউ মানে না।
মানুষেরে ভালোবাসো
হৃদয় থেকে হিংসা নাশো
লোভ লালসা সর্বনাশা-
এ কথা কেউ শোনে না।
ঘুষ খেও না, সুদ খেও না
পরের জমি, ধন চেয়ো না
ধর্মকথায় আছে যে তা'
এসব মানে ক'জনা?
আল্লাহ-রাসুল মুখে মুখে
তাঁদের কথা রয় না বুকে
স্বার্থ-মোহে মত্ত হয়ে
শুধুই করে ছলনা।
আলখাল্লা-জুব্বা পরে
ধার্মিকেরই রূপটি ধরে
সাধু সাজে বহিরাঙ্গে
চেতনে ধার ধারে না।
২৭/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।