এ কেমনতর মানুষজীবন!
কষ্টের সাথে বসবাস করে দুঃখকে করে সাথী;
দুঃশ্চিন্তায় কেটে যায় কাল, নির্ঘুমে কাটে রাতি।

দুঃখ-শোকের আঁধারের পথে
বেদনারা এসে শাণিত ছুরিতে তীব্র আঘাত হানে;
সুখের আশায় যে ঘর বাঁধে সে, ভেসে যায় জল-বানে।

ভাবনায় ছিলো ছুঁইবে আকাশ,
তারাদের দেশে আনন্দ মনে ভেসে যাবে দূরদেশে;
বাস্তবতায় সেসব হারায়, এ জীবন কাটে ক্লেশে।

ভালোবাসাহীন মানুষজীবন
আস্তাকুঁড়ের পঁচা-গলা সেই আবর্জনার মতো
অবহেলাভরে তুচ্ছতা নিয়ে পড়ে থাকে অবিরত।

এখন জীবন বাঁচিবারে চায়,
যে কোন রকম জীবন-যাপন; মৃত্যুকে চায় নিতি;
জীবন যেখানে যেমন কাটুক, থাকে না মরণ-ভীতি।

২৫/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।