যুক্তিহীন ধর্ম যদি পরিহার করা যেত ভবে;
সত্যধর্মের মাধুর্য বিকশিত হয়ে যেত তবে।
পৃথিবী সুন্দর হত, অনুপম; অন্ধকার-বুকে
সূর্যের মতো ধর্মের কথাগুলো শুনে যেত লোকে।
আঁধার-বলয়ে থেকে জীবনের প্রতিক্ষেত্রে চাই-
আলোর বিদ্যুৎ-শিখা। অথচ, কোথাও যে তা নাই।
দেবদূত-ধর্মকথা- নিপীড়িত মানুষের পাশে
উজ্জীবিত মানুষের বসবাস পরম বিশ্বাসে।
যারা ধর্মব্যবসায়ী ধর্মকেই ব্যবহার করে
সব অমঙ্গল পথে; অশুভের কুটিল অন্তরে।
চিরস্থায়ী বিভাজন সৃষ্টি করে মানুষের শ্বাসে;
দীপ্র আলোর বিরুদ্ধে অন্ধকার আনার উল্লাসে।
নিপুণ কাব্যের মতো মানুষের ধর্ম যদি হত;
ধরার মাঝারে ধরা দিতো সুখ নিত্য অবিরত।
০৭/০২/২০২৪
ঢাকা।