প্রাণের গহিনে যার থাকে নজরুল,
দীপ্তিময় আশা জাগে অন্ধকার রাতে;
নিত্য ফোটে তার বুকে শেফালিকা ফুল,
রাতভর গন্ধ দিয়ে ঝরে যায় প্রাতে।
ঝড়ের তাণ্ডবে ভাঙ্গে বাধার দেয়াল,
অন্যায়ের মুখোমুখি হয় সে বিদ্রোহী!
অমিততেজীর রোষে রাখে না খেয়াল,
সত্যের পেছনে ছোটে; ক্রমশ আরোহী।

কবির মননে যদি মানুষের প্রতি
ভালোবাসা-প্রেম জাগে নিত্য নিরন্তর;
তুচ্ছ করে সে নিজেকে, আনে অগ্রগতি
সমাজের; অত্যাচারী কেঁপে উঠে থরথর।
সত্যের বলিষ্ঠ কবি, চেতনাবিদ্ধ হে!
অমরতা নিয়ে থাকে মানুষ মননে।

১৯/০৯/২০২৩
ঢাকা।