ফুলঝুরি গো, ফুলঝুরি!
ফোঁটাও কি গো ফুল কুঁড়ি?
ছোট্ট হলুদ চঞ্চু দিয়ে
করছো ফুলের মউ চুরি।

সিঁদুরে পিঠ, পুচ্ছ খাটো,
রঙিন তোমার ডানা দু'টো;
গাট্টাগোট্টা শরীরখানি,
কমলা বঙ বুক জুড়ি'।

ডাগর চোখে কাজল পরে,
বেড়াও ঘুরে বন-বাঁদারে।
ফুলচুষকি লজ্জাবতী,
আমায় দেখে যাও উড়ি'।

খুঁজছি তোমায় চারিধারে,
মাঠে-ঘাটে, বন-বাঁদারে
তুমি তখন ফুরুৎ-ফারুৎ ,
এ ডাল-ও ডাল যাও সরি'।

২৬/০৮/২০২৩
ঢাকা।