নীলাঞ্জনা! জীবনের কথা বলে যাই-
ব্যথাতুর হৃদয়ের দুঃখ সমাহার;
কল্পনার রানী! বাস্তবে পাইনি; তাই,
স্বপ্নের চাদরে ঢেকে রাখি বারবার।
ঘুমন্ত নির্লিপ্ত চোখে মোলায়েম করে
ছুঁই; সযতনে রাখি অধরে চুম্বন;
শিহরিত হয়ে ওঠো কোমল আদরে
তুমি, পুলক সঞ্চারী করো আলিঙ্গন।

নিস্তব্ধ রজনী কাঁপে প্রখর শিৎকারে!
নির্ভেজাল অন্ধকার দূরিভূত হয়ে
আলো ফোটে; স্বপ্নময় জগত-সংসারে
ঝরে প্রীতি, প্রেম-বারি হৃদয়ে হৃদয়ে।
রাত্রির নীলাভ ঢেউ বহে দীর্ঘদূর,
অনুভবে বুঝে গেছি তুমি সুমধুর।

২৬/০৭/২০২৩
মিরপুর, ঢাকা।