প্রিয় কবিবন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি,২৪; শুক্রবার বাংলা কবিতার কবিদের আনন্দযজ্ঞ ''বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন, ২০২৪'' অনুষ্ঠিত হয়ে গেলো। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিলো উপস্থিত কবিদের মাঝে আনন্দ-আলো ছড়িয়ে দেয়া। কতটুকু পেরেছি, তা আলোচনার পাতায় নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে পারেন। এহেন অনুষ্ঠান করার জন্য যে সকল কবিবন্ধুগণ অর্থনৈতিকভাবে ও অনুপ্রেরণা দিয়ে সাহায্য সহযোগীতা করেছেন; তাঁদের প্রতি রইলো কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন, ২০২৪ উপলক্ষ্যে সমুদয় আয় এবং ব্যয় আমার মাধ্যমেই হয়েছে। আপনাদের প্রদেয় অর্থের আয়-ব্যয়ের একটি হিসাব প্রদান করা হলো।
যে সকল কবি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন-
-------------------------------------
সর্বকবি,
মোঃ সিরাজুল হক ভূঞা ২১,০০০/-
পল্লব আশফাক (এডমিন) ২০,৫০০/-
ড. শাহানারা মশিউর (চারুলতা কবি) ১০,৩০০/-
আলম সরওয়ার ১০,০০০/-
মোহাম্মদ খায়রুল কাদির ৯,০০০/-
শেখ মোঃ খবির উদ্দিন ৬,০০০/-
ফাতেমা-তুজ-জহুরা ৫,০০০/-
মাহমুদ রেজা ৫,০০০/-
শ্যামল সরকার ৪,০০০/-
শফিকুল ইসলাম বাদল ৩,৫০০/-
বেগম সেলিনা খাতুন ৩,০০০/-
জামাল উদ্দিন জীবন ২,০০০/-
মোঃ ইবরাহীম খোকন ২,০০০/-
রুনা লায়লা ২,০০০/-
রুবু মুন্নাফ ২,০০০/-
সুদীপ্তা চৌধুরী(সৌদামিনী) ২,০০০/-
মীর মুরশিদ জাহাঙ্গীর ১,৫০০/-
মোঃ ইমরুল কায়েস ১,৫০০/-
অধম নূর ইসলাম ১,০০০/-
অনীক আহরার ১,০০০/-
অবিরুদ্ধ মাহমুদ ১,০০০/-
আকুল শেখ ১,০০০/-
আপেল মুসা ১,০০০/-
আফরিনা নাজনীন মিলি ১,০০০/-
আফরোজা খাতুন ১,০০০/-
আলমগীর সরকার লিটন ১,০০০/-
আলহাজ্জ মোহাম্মদ শফি ১,০০০/-
এন আই জীবন ১,০০০/-
এম.এইচ.শ্রাবন ১,০০০/-
খায়রুল আহসান ১,০০০/-
জ র জিম ১,০০০/-
জাহিদ হোসেন রনজু ১,০০০/-
জে.আর. এ্যাগ্নেস (মালবিকা কবি) ১,০০০/-
ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব ১,০০০/-
তাহমীদ হাসান তামীম ১,০০০/-
তুহিন-উল-ইসলাম ১,০০০/-
দেলওয়ার হোসেন শিকদার ১,০০০/-
নন্দিনী লুইজা ১,০০০/-
নাবিলা ইয়াসমিন ১,০০০/-
নুসরাত হোসেন ১,০০০/-
পলাশ দেব নাথ ১,০০০/-
প্রফেসর ড. মোস্তফা দুলাল ১,০০০/-
ফরিদ হাসান ১,০০০/-
ফারহাত আহমেদ ১,০০০/-
বখতিয়ার উদ্দিন ১,০০০/-
বিপ্লব চন্দ্র দত্ত ১,০০০/-
বেলাল উদ্দীন ১,০০০/-
মামুনুর রশীদ রাজ ১,০০০/-
মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী) ১,০০০/-
মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১,০০০/-
মুহাম্মদ মনিরুজ্জামান ১,০০০/-
মুহাম্মদ মনিরুল হক ১,০০০/-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১,০০০/-
মুহাম্মাদ আবদুল হাই (বিপ্লবী কবি) ১,০০০/-
মোঃ জানে আলম [বিদ্যুৎ] ১,০০০/-
মোঃ আব্দুল লতিফ রিপন ১,০০০/-
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী ১,০০০/-
মোঃ ইয়াসিন আহমেদ ১,০০০/-
মোঃ জাহিদ হাসান ১,০০০/-
মোঃ তবিবুর রহমান হৃদয়-(বিরহী কবি) ১,০০০/-
মোঃ বুলবুল হোসেন ১,০০০/-
মোঃ মিজানুর রহমান (সোহাগ) ১,০০০/-
মোঃ মোস্তাফিজুর রহমান ১,০০০/-
মোঃ রায়হান কাজী ১,০০০/-
মোতাসিম ফুয়াদ ১,০০০/-
মোহাম্মদ আজিজুল হক রাসেল ১,০০০/-
রুমি মাহমুদ ১,০০০/-
রেজাউল করিম সোহাগ ১,০০০/-
শরীফ নবাব হোসেন ১,০০০/-
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ১,০০০/-
শহীদ উদ্দীন আহমেদ ১,০০০/-
শাহারুখ আহমেদ শান্ত ১,০০০/-
সরদার আরিফ উদ্দিন ১,০০০/-
সাইদ খোকন নাজিরী ১,০০০/-
সাইফ উদ্দিন সায়েম ১,০০০/-
সুলতান মাহমুদ ১,০০০/-
সৈয়দ নিলয় ১,০০০/-
হুমায়ূন কবির ১,০০০/-
আসরের কবি (নাম প্রকাশ করা হলো না) ১০০/-
মোট আয়ের পরিমান টাকা= ১,৭০,৪০০/-
খাতওয়ারী ব্যয়ের হিসাব
----------------------
আপ্যায়ন (নাস্তা, লাঞ্চ ও কফি) বাবদ ৪৮,০০০/-
শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বাবদ ৪২,০০০/-
উত্তরীয় বাবদ ২৪,০০০/-
অভিযাত্রিক বাবদ (কবি বুলবুল) ২০,০০০/-
শিশুকল্যাণ হল ভাড়া বাবদ ক্ষতি ৫,০০০/-
ব্যানার/ফুল (কবি রনজু) ৫,০০০/-
ঐ (কবি শেখ খবির উদ্দিন-১৫/০৪/২০২৪) ৫,০০০/-
ঐ (কবি শেখ খবির উদ্দিন- ০৬/০৫/২০২৪) ২,৪০০/-
হল ভাড়া বাবদ ৩,০০০/-
শিল্পী লোকমান হোসেনকে প্রদেয় সম্মানী ২,০০০/-
কুপন/ক্রেস্ট রেপিং বাবদ (কবি মোজাম্মেল) ১,০০০/-
ক্রেস্ট/উত্তরীয়ের পরিবহন ভাড়া বাবদ ৭০০/-
কফিমেকার ছেলেকে প্রদেয় টিপস ৫০০/-
অনুষ্ঠান আয়োজনে ব্যয়ের পরিমান টাকা= ১,৫৮,৬০০/-
(বিঃদ্রঃ যোগাযোগ, যাতায়ত, অতিথি আপ্যায়ণ ও আনুষঙ্গিক বিবিধ খরচ লিপিবদ্ধ করা সম্ভব হয়নি)।