চলো, সুদূরের পথে, সুন্দরের পথে
অসীম সাহস নিয়ে বুকে আর প্রাণে;
প্রাণিত ভালোবাসায় জীবনের গানে,
নকশী কাঁথার দেশে আনন্দের রথে।
তুমি কি শুনিতে পাও, নতুন আহ্বানে
ভ্রমর বকুলগন্ধে, প্রবল হিম্মতে
দুর্বার দুরন্ত হয়, ছোটে ভবিষ্যতে;
প্রাণপণ অবিরাম দাঁড়খানি টানে?

মিছে সব কাব্যগাঁথা! ভালোবাসাহীন
জীবনের প্রতিপদে দুঃখ আনে বয়ে,
কষ্ট বাড়ায় অজস্র হৃদয়ে হৃদয়ে;
অঝোর রোমাঞ্চ এসে করে না রঙিন।
আফশোশ আর প্রেম সতীর্থ হয় না;
স্বস্তিহীন সুখ-শান্তি কখনো রয় না।

১৩/১০/২০২৩
ঢাকা।