ফুল দিতে এলে তুমি সমাধির 'পরে!
জীবনে চাহোনি যারে,
ঘুমাইতে দাও তারে;
নিশ্চিন্তের নিরিবিলি এই গোরে।
কেন এলে ফুল দিতে সমাধির 'পরে?
খুব অসময়ে আসিলে এখানে তুমি।
মুছে ফেলো আঁখিজল;
এ কি ছলনার ছল!
আর ভিজাইও না এই সমাধির ভূমি।
কেনো অসময়ে আসিলে এখানে তুমি?
সমাধি পাষাণ নহে গো, তোমার মত।
দিয়েছো দুঃখ যত,
অবিরাম অবিরত;
অ-প্রেমের ঘায়ে হৃদয় করেছো ক্ষত।
পাষাণ নহে গো সমাধি, তোমার মত।
ফিরে যাও, তুমি ফিরে যাও আরো দূরে।
মিশিয়া মাটির সনে,
রবো তোমারে বিহনে;
শান্তির ছায়া বহিবে হৃদয় জুড়ে।
ফিরে যাও, দ্রুত ফিরে যাও বহুদূরে।
১৮/১০/২০২৩
ঢাকা।