মানুষের মতো মানুষ পাই না মানুষের পৃথিবীতে।
হিংসা-বিদ্বেষ, লোভ-লালসার,
কুচক্রী ভাব দেখি বে-শুমার
মানুষের মাঝে। কথা ও কার্যে তাদের কুটিল চিতে
নিতি খেলা করে পাপ; তারা চলে মানুষের বিপরীতে।
মিছে আশ্বাস, ভাঙে বিশ্বাস, স্বার্থ-হাসিল মনে।
পাষাণের মতো শক্ত কঠিন
তাদের হৃদয় রয় চিরদিন।
ভাবে না কখনো সত্য-সঠিক মানুষ-মূল্যায়ণে;
দম্ভের সাথে দুর্ব্যবহার করে যায় অকারণে।
মানুষের মাঝে করে না কখনো আলোকের সন্ধান।
মানুষের ভীড়ে অমানুষ কতো
ঘুরেফিরে সদা মানুষের মতো;
তারাই সকল নিকৃষ্টজন অভিশাপী শয়তান;
সময়-সুযোগে, ছলনায় করে মানুষেরে অপমান।
স্বর্গ বাহিয়া এসেছে মানুষ মাটির এ ধরণীতে।
বিশ্বাস রাখো মানুষের প্রতি,
কথায়-কর্মে করো নাকো ক্ষতি।
ঝংকৃত হবে এই সংসার আনন্দ সঙ্গীতে;
পুলকিত রবে সারাদিনমান, গ্রীষ্ম এবং শীতে।
মানুষ শ্রেষ্ঠ, সুন্দর প্রাণী! সৃষ্টির বৈভবে।
অবহেলা করে এই মানুষেরে,
শান্তি পায়নি কেহই ভূধরে।
হারিয়ে গিয়েছে রাজা-বাদশাহ মৃত্যুর উৎসবে;
আমরাও যাবো চিরায়ত পথে; জানি না কখন, কবে?
তাই এসো, ধরিবাজী ছেড়ে, করি মানুষেরে বিশ্বাস।
মানুষের মাঝে আছে ঈশ্বর,
খুঁজছে সকলে যা নিরন্তর।
'মানুষের তরে নিবেদিত হবো', এই হোক অভিলাষ।
স্বর্গ লুটাবে তোমার চরণে, কেটে যাবে সব ত্রাস।
১১/০৯/২০২৩
ঢাকা।