এ হৃদয়      হয় উচাটন
তোমারই     সোনার ছোঁয়ায়;
উদাসী        বিবাগী মন
আজও তা'   লভিতে চায়।

বেদনার       ব্যর্থ জীবন
নয়নে         আনে যে জল;
সারাক্ষণ      দেখি স্বপন
করো না      আর কোন ছল।

বন্ধুরা        দেয় অপবাদ
তবুও,        ডাকছি তোমায়;
জনমের       কত না সাধ
ও পায়ে       লুটাতে চায়।

প্রিয়তির       নামটি বলে
বাতাসে       উড়ছি যে তাই;
আকাশের     বিশাল তলে
নিশিদিন     খুঁজে বেড়াই।

তাই তাঁর      কানন ঘিরে
আমি হই      প্রজাপতি;
সারাদিন      বেড়াই উড়ে
ডেকে যাই    কই প্রিয়তি...?

১৮/১০/২০২৩
ঢাকা।