ভালোবাসা কারে কয়'? যুগে যুগে, কতোজনে এসে;
রবীন্দ্রনাথের মতো প্রবীণ কবিও প্রশ্ন করে,
বিহ্বল চিন্তিত মনে, জাগরণে, কল্পনায় ভেসে;
ব্যাকুল প্রাণে জিজ্ঞাসে- 'পিরিতি কি'? বিষন্ন অন্তরে।
সদুত্তর নাই কোনো; তাই বুঝি খোঁজে অবতার
ভালোবাসার বলয়ে; অন্য রূপে, অনন্য সাগরে।
চরাচরে ভেসে চলে চক্ষু মুদে হয়ে অবিকার,
কামগন্ধহীনভাবে নিরাকার প্রেম-সরোবরে।
চোখের গভীরে যার আলোকিত দীপশিখা দেখি;
অথচ, দেখি না কিছু, সহজাত ঋদ্ধ অনুভবে।
'ভালোবাসা, ভালোবাসা' এই কথা যাই শুধু লেখি,
অশান্ত প্রাণের পটে, নৃত্য করি আঁধার-উৎসবে।
'ভালোবাসা কারে কয়'? এই প্রশ্ন অনন্ত বিস্ময়!
অনন্ত জিজ্ঞাসা আনে, প্রাণে প্রাণে, সারা বিশ্বময়।
২২/০৯/২০২৩
ঢাকা।