এখন দুঃখ-শোকে জল ঝরে না শুষ্ক নয়ন পাতে,
আনন্দ-সুর অশ্রু ঝরায় গভীর গহীন রাতে।
স্বপ্ন এখন ভাল্লাগে না,
সবকিছুকেই ছেড়ে দিলাম ঐ নিয়তির হাতে।
জীবন এখন আনন্দ নয়, নেই তো কোন আশা;
মরণ এখন ভয় আনে না, নয় তা সর্বনাশা।
একই নদীর জলের মাঝে
কেউ কখনো দেয় না যে ডুব দুবার;
এখন, ভাবি না যে আর কে যে কাহার?
এই আমিটা কার?
যা ছিলো, তা ঠিক।
যা আছে, তা ঠিক।
আসবে যা, তা ঠিক।
ভাবনাবিহীন চলার পথে আমিই কি বেঠিক?
২৩/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।