মধুমণ্ডিত ধুলার ধূসর ধরণী;
রজত বরণ সাজে উচ্ছ্বাসে চঞ্চল;
শ্যামল প্রকৃতি আজ জীবন্ত অরণী
মেলেছে লাবণ্য তার; মোহিত অঞ্চল।
শরত অরুণ-আলো মোহন রঞ্জিত,
লুটায় শিশিরে ধোওয়া বনের কুন্তল;
প্রভাত-আলোকরাশি হৃদয়ে সঞ্চিত,
আকাশে-বাতাসে ঝরে নিত্য অবিরল।
এসো, শারদ প্রাতের শেফালিকা ফুল,
সোনাঝরা তরঙ্গের অক্ষয় কিরণ,
অমল ধবল জুঁই, টগর-বকুল;
শারদীয় পুষ্প-পত্রে আনো শিহরণ।
নিখিল ভুবনে অকালে বোধিতা, ওয়ি!
বিপুল উচ্ছাসে এসো, হে আনন্দময়ী।
২১/১০/২০২৩
ঢাকা।