সমারূঢ় অন্ধকার জীবনে এখন
তোলপাড় করে যায় বুকের ভেতরে;
সাগরের লোনাজল যখন তখন
জোয়ারের ঢেউ তোলে থরে ও বিথরে।
আকাঙ্খার আবেগের আপ্লুত সময়ে
জোরেসোরে ছুটে চলে কোনো অজানায়;
দুঃখবোধের গ্রাফের রেখা ক্রমান্বয়ে
উর্ধ্বমূখী হেঁটে যায় বারংবার; হায়!
পূর্ণিমার মায়াচ্ছন্ন উপভোগ্য রাতে
নিষিক্ত হয় না জোছনার জলে আজ;
অপলক বিস্ময়ের মমতার হাতে
জড়ায় না কেউ আর নিয়ে কারুকাজ।
ভালোবাসা যেন শাপ! কঠিন আতঙ্কে
হিসাব অপূর্ণ থাকে জীবনের অঙ্কে।
০৯/০৯/২০২৩
ঢাকা।