যারা যুদ্ধমাঠে যুদ্ধ করেন, যোদ্ধা বলে তাদের,
যোদ্ধা তাঁরাই হতে পারেন বুকে সাহস যাদের।
একাত্তরের রণাঙ্গনে যোদ্ধা ছিলেন যারা,
পবিত্র আর সৎসাহসী মুক্তিযোদ্ধা তাঁরা।
জীবনবাজী যুদ্ধমাঠে ভীষণ কষ্টে লড়ে',
স্বাধীনতা আনলো তাঁরা এই আমাদের ঘরে।
সালাম জানাই অকুৃতোভয় সেসব মুক্তিসেনায়,
তাঁরা বীরসেনানী জাগ্রত আজ বাঙালির চেতনায়।
মুক্তিসেনার অধিনায়ক ডাক দিয়েছেন যিনি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর তিনি।
এসো, তাঁর নামেতে আমরা সবাই করি নান্দী পাঠ,
তিনিই হলেন রাখাল রাজা, বাঙালির সম্রাট।
বজ্রকণ্ঠে ডাক দিয়েছেণ তর্জনীর ইঙ্গিতে,
আজ তাঁর সে কথায় সুর দিয়ে যাই বিনম্র সঙ্গীতে।
২১/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।