ইদানিং কালের কিছু মানুষের মনের ভেতরে
আপনাকে প্রকাশ করার অতীব বাসনা জাগে;
মিছিলে সবার আগে হাঁটিবারে চায়,
সামাজিক অথবা কাব্যিক অনুষ্ঠানের স্টেজের,
নিদেনপক্ষে প্রথম সারিতে বসার
তীব্র আকাঙ্ক্ষা জানায় তারা।
নিজেকে প্রকাশ করার কী আচানক কৌতুহল!
ইদানিংকালের কোন কোন ক্ষীণজীবী
মানুষের মনের ভিতরে শুধু ঘুরপাক খায়!

পনের কোটি কিলোমিটার দীর্ঘদূরে অবস্থান করে;
তবুও যে, সূর্য আলোকিত করে যাবতীয় গ্রহ-উপগ্রহ,
পৃথিবীর সাগর-মহাসাগর, বন-বনানী, বিস্তীর্ণ মাঠ;
আমাজনের গহীন বন আর হিমালয়ের নিভৃত গুহা;
অন্ধকার আকাশের বিশাল চাতাল,
অমিততেজী সূর্যের স্বকীয় প্রভায়।

তুমি যদি একবার কর্মের নৈপূণ্যে তেজবান হয়ে ওঠো,
মানুষের মনের ভেতরে বেঁচে রবে চিরকাল।
মৃত্যুর করাল হাত তোমাকে সরাতে পারবে না,
শ্রদ্ধাবনত অমরত্বের স্বাদ পাবে তুমি মৃত্যুর পরেও;
চির জাগরুক রবে পৃথিবীতে, আপামর মানুষের মনে।

২১/০৭/২০২৩
মিরপুর ঢাকা।