এ জীবন সত্য নয়; নয় চিরস্থায়ী;
যা দেখি তা সত্য নয়, দৃষ্টির বিভ্রম।
এ মানুষ, এ পৃথিবী অস্থির, উদ্বাহী;
সত্য নয় পৃথিবীতে কোন কার্যক্রম।
নদীজল কোলাহল ঘুমন্ত অন্তরে,
অবোধ কর্ণকূহরে স্বপনের মতো;
মরীচিকাসম জল থৈ থৈ করে;
যেন মেঘনা-যমুনা বহে অবিরত।

অসত্য শৃঙ্খলে বন্দি মানুষ জীবন,
হাহাকার করে যায়, পেতে চায় সত্য;
চক্ষু মুদে দেখি সব সত্য বিবরণ,
দুর্বৃত্ত হৃদয় নিয়ে পেয়ে হয় মত্ত।
মৃত্যুর মতন সত্য নেই আর খাঁটি,
মাটিতে মিশবে মাটি হয়ে পরিপাটি।

২২/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।