কবিতা পড়ে না কেউ। কেনো যে পড়ে না?
জানি না তা। ফেসবুকে কতশত কবি!
তারা যে কখনো কারোর ধার-ধারি না;
এঁকে যায় কবিতায় নানাবিধ ছবি।
প্রেমের বিরহবাণী করুণ কথার,
অতি বিদ্রোহ-স্বরের অগ্নিময় ধারা;
ইনিয়ে বিনিয়ে বলে নিজের ব্যথার,
না-পাওয়ার আহাজারি! তা-তে আত্মহারা।
তার কবিতা পড়ার সময়টা কই?
লিখতে লিখাতে শুধু কেটে যায় কাল।
সময়ের অজুহাতে পড়ে নাকো বই;
আত্মনিমগ্ন! সদম্ভে দিয়ে যায় ফাল।
কবির আকাল আজ চারিদিকে দেখি,
কবির ভুবনে তাই সব যেন মেকি।
০৯/০৯/২০২৩
ঢাকা।