অনুভূতি-আবেগের গহীন মননে
বসবাস তোমার, হে ত্রিপুরাসুন্দরী!
প্রজন্মান্তর ভুলবে না স্মৃতি একাত্তর।
শত জনমের শেষে মুক্তির আস্বাদে
রণাঙ্গনে তুলেছিলো ব্যাঘ্র হু-হুঙ্কার,
যারা পবিত্র সন্তান- মুক্তিসেনা দল।
প্রাণবাজী যুদ্ধমাঠে, নর মেদযজ্ঞে,
তারা লড়েছিলো দুষ্ট শাসকের সাথে।
ত্রিপুরাসুন্দরী! তুমি অমিত যোদ্ধার
সম্ভ্রমের তীর্থস্থান। বাঙালির চোখে
ভরসার দোলাচলে শক্তির সোপান,
সেই কঠিন যাত্রায়; বিজয়ের লক্ষ্যে।
আগরতলা, বিশালগড়, বিলোনীয়া,
তেলিয়ামুড়া স্মৃতিতে আজো চিরঞ্জীব।
১৯/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।