তোমাকে যখন দেখি, চেতনার মাঝে
নিপুন শব্দের খেলা চলে অবিরাম;
এসব শব্দের কথা গান হয়ে বাজে
হৃদয়ের মাঝে, এইটুকু জানিলাম।
অনিন্দ্য সুন্দর যত, উপস্থিত হয়ে
আমাকে ভাবিয়ে তোলে ঋষিদের মতো;
তখন কম্পন ওঠে ঘুমন্ত হৃদয়ে,
মহামুণি বিশ্বামিত্র হয় শিহরিত।
তুমি যেন কবিতার প্রথম সোপান!
দীঘল রাতের পথে সহমর্মিতার
প্রদীপ বাড়িয়ে দাও; অনন্য আখ্যান
এনে ঘুচাও বন্ধুর পথের আঁধার।
আমার কবিতা তুমি অনন্ত সুন্দর,
যত দেখি ততো চায় তৃষিত অন্তর।
২১/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।