পৃথিবীর পথে চলতে চলতে
        জীবন যুদ্ধে যে হারে;
তারে দেখে সবে করুণায় বলে,
        পরাজিত সেনা, আহারে!
জীবন যে তার থেমে থাকে নাকো
        চলে প্রকৃতির চালে,
পরাজিত সেনা গহীন গোপনে
        ভাবে অবসরকালে।
কি চেয়েছিলো জীবনে? কি পেয়েছে?
        হিসেব করে না আর;
অন্তর মাঝে নিয়তই জাগে
        ক্ষোভিতের চিৎকার।
ভালোবাসা চেয়ে ক্লান্ত হয়েছে  
        কেঁদেছে করুণ স্বরে;
তবুও, সে চলে ধীর পদলয়ে  
        গভীর অন্ধকারে।
পেয়েছে যাহারে এই সংসারে
        সামাজিক স্থুল নিয়মে,
ভালোবাসাহীন হৃদয় যে তার
        অর্থলোভী গৃধ্নু সে।  

হায় রে, মানুষ জীবন!
পরাজিত সেনা কামনা করছে
        অকাল সহজ মরণ।

১৪/০৪/২০২৩
মিরপুর ঢাকা।