শব্দের নিজস্ব তাপে জ্বলে বহ্নিশিখা;
পরস্পরের হৃদয়ে জাগে অনুরাগ;
যাকে প্রাণভরে শুধু ভালোবাসা যায়।
অভিমান ভাঙ্গানোর শক্তি ও সম্পদ
পৃথিবীতে কোনকালে ছিলো না আমার;
ছিলাম না ক্ষুদ্র বৈষয়িক সচেতন।
লাভ ও লোভের কৃষ্টি অবহেলা করে,
আপন জগতে নিজে বুঁদ হয়ে থাকি।
কল্পনায় গড়ে তুলি প্রেম-স্মৃতিসৌধ-
সম্রাট শাজাহানের সাদা তাজমহল।

জানি, মরুভূমি আর ফসলীয় জমি
পাশাপাশি বসবাস করে না কখনো।
মরুভূমির বুকেতে কখনো কি বহে
জল-কলকল স্বরে কোন স্রোতস্বিনী?
ভুল করে যদি আসে; তবে, সহসাই
নিজ থেকে বেঁকে যায় ভিন্ন পথে; তার
বাস্তব সঠিক গন্তব্যের অভিমুখে।
এ শাশ্বত প্রকৃতির অমোঘ নিয়ম
ভাঙতে পারবে না কেউ- না তুমি, না আমি।
তবে কেনো এতো মান-অভিমান চলে?

০২/১০/২০২৩
ঢাকা।