একটা চাতক পাখির মতন ছিলেম অপেক্ষায়-
বৃষ্টি কখন অঝোর ধারায়
পড়বে ঝরে সবুজ শ্যামল মাটির বসুধায়;
তৃষ্ণাকাতর আমার এ মন শুধু যে তড়পায়।
তুমি কি জলবৃষ্টি হবে প্রেমের মমতায়?

দিন কেটে যায়, রাত কেটে যায় তীব্র দহন জাগে,
আমার এ মন তোমার পরশ মাগে;
এলে নাতো চপল পায়ে গভীর অনুরাগে,
এখন সময় কাটছে আমার ভীষণ দুর্বিপাকে।
কষ্টকথা পষ্ট করে বলবো আমি কাকে?

চারিদিকে মরুভূমি তীব্র রোদের মরীচিকার খেলা,
তারই মাঝে ভাসিয়ে দিলাম সুখের আশার ভেলা;
আনবে কি সুখ-আনন্দতা ম্যালা?

২০/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।