আমার হৃদয় মাঝে তোমার মূরতি
জীবনের ছবি আঁকে কঠিন সংকল্পে;
অন্তর-বাহিরে রও, হে মোর প্রিয়তি!
তুমুল সৌন্দর্য নিয়ে। আলোকিত গল্পে
অন্ধকার ছিলো যতো; তোমার পরশে
বিগলিত হয়ে গিয়ে সরে গেছে দূরে;
অপার আনন্দে নাচে হৃদয়; হরষে
গান গায় বিমোহিত মধুময় সুরে।

অসীমের সীমা যতো অতিক্রম করি,
তোমাকে পাবার জন্য; অনিন্দ্য প্রিয়তি!
অক্ষমের ভুল দেখে, যেও না বিস্মরি,
করুণায় তুলে নিলে কি এমন ক্ষতি?
কঠিন হয়ো না তুমি, এই নিবেদন-
তোমার আরেক নাম পতিত পাবন।

২০/০৪/২০২৩
মিরপুর ঢাকা।