অন্যরকম অনন্য আগুনের প্রেমে
পড়েছি একান্তে। আগুনের উষ্ণতার
ছোঁয়ায় কখনো আমি যাইনিকো থেমে;
পতঙ্গসম আছড়ে পড়ি বুকে তাঁর।
তীব্র তাপে পুড়ে আমি, হই ভস্মীভুত
ক্রমে ক্রমে; অতঃপর, ছাই হয়ে যাই!
ছাই থেকে জেগে উঠি ফিনিক্সের মত;
পবিত্র পরশে ফের বাঁচিবারে চাই।
যতবার মরে যাই, ততবার জাগি;
যতবার জাগি আমি, ততবার মরি।
তবুও, সহস্রবার তাঁর প্রেম মাগি;
প্রচণ্ড সুখের তরে নিরন্তর স্মরি।
সারাজীবনভর সে জ্বালায়-পোড়ায়;
দেয় অপার আনন্দ প্রেমের ছোঁয়ায়।
১০/১০/২০২৩
ঢাকা।