নির্জনতা ভালো লাগে; ভালো লাগে কালো
রাত্রির গহীন কালে, গভীর নিশিতে।
কালোর ভেতর জ্বলে মনোলোভা আলো;
নির্জনতা ভালো লাগে, ভালো লাগে কালো।
বিক্ষিপ্ত মনের মাঝে সন্তর্পনে জ্বালো
পথ দেখানোর আলো, বর্ষা কিংবা শীতে।
নির্জনতা ভালো লাগে; ভালো লাগে কালো
রাত্রির গহীন কালে, গভীর নিশিতে।
০১/০৮/২০২৩
মিরপুর, ঢাকা।